সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নিহতদের শ্রদ্ধা জানালেন বাইডেন

৯/১১ হামলা

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ভয়াবহ ওই হামলার ২১ বছর পূর্ণ হয়েছে গতকাল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র তার ইতিহাসের ভয়াবহতম আক্রমণের শিকার হয়েছিল। হামলা চালিয়েছিল জঙ্গি সংগঠন আল-কায়েদা। ওইদিন আল-কায়েদার ১৯ জন সন্ত্রাসী মোট চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে বিভিন্ন শহরে একযোগে আঘাত হানে।

ধ্বংস হয়ে যায় মার্কিন অর্থনৈতিক আধিপত্যের প্রতীক নিউইয়র্কের টুইন টাওয়ার। নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ। এ উপলক্ষে নিহতদের স্মরণ করতে গতকাল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দেশটি। ওই দিন নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন ও পেনসিলভানিয়ার একটি মাঠে হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফ নিউইয়র্কের ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দেন। প্রেনিডেন্ট জো বাইডেন পেন্টাগনে পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তৃতা দেন। তবে ফার্স্ট লেডি জিল বাইডেন পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে বক্তৃতা দেন।

সর্বশেষ খবর