মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লাদাখ সীমান্ত থেকে সব সেনা সরিয়ে নিল চীন ও ভারত

দীর্ঘদিন ধরেই লাদাখে ভারত ও চীন উভয় দেশই উত্তেজনাকর পরিস্থিতি পার করেছে। দুই দেশের সেনা সদস্যদের সংঘর্ষ ও মারামারির মতো ঘটনাও ঘটেছে। তবে হঠাৎ করেই সেই পরিস্থিতির চরম উন্নতি ঘটল উজবেকিস্তানে বার্ষিক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সামিটের আগে।

জানা গেছে, গতকাল পূর্ব লাদাখের গোগরা-হটস্প্রিংস প্যাট্রোলিং পয়েন্ট ১৫ এলাকা থেকে দুই দেশেই সেনা সরানোর কাজ শেষ করে। ইতিমধ্যেই দুই দেশ তাদের বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া শেষের পথে বলে জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, একাধিক সামরিক এবং কূটনৈতিক আলোচনার পর গত সপ্তাহে শুরু হওয়া সেনা সরানোর প্রক্রিয়া সোমবার (গতকাল) শেষ হবে। আর এক সপ্তাহ পরেই শুরু হবে এসসিও সামিট। এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তবে ওই বৈঠকে মোদি ও জিন পিংয়ের মধ্যে কোনো সাক্ষাৎ হবে কি না তা জানা যায়নি।

 

 

সর্বশেষ খবর