বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এবার ক্রিমিয়া ছাড়ছে রুশ বাহিনী?

এবার ক্রিমিয়া ছাড়ছে রুশ বাহিনী?

পূর্ব ইউক্রেনের খারকিভের পর এবার ক্রিমিয়া ছাড়ছে রুশ বাহিনী। ইউক্রেনীয় গোয়েন্দাদের বরাত দিয়ে এমন খবর দিয়েছে ইউক্রেনের ইংরেজি ভাষার সংবাদপত্র দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট। টুইটারে দেওয়া পোস্টে এমন দাবি করেছে তারা। তাতে বলা হয়, রুশ দখলদাররা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দক্ষিণ ইউক্রেনের ক্রিমিয়া ছেড়ে যেতে শুরু করেছে। প্রধান গোয়েন্দা অধিদফতর জানিয়েছে, রুশ প্রক্সি, গোয়েন্দা কর্মকর্তা এবং সামরিক কমান্ডারদের জরুরিভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর পূর্ব ইউক্রেনে নিজেদের প্রধান ঘাঁটি ছেড়ে যায় রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর অভিযানের মুখে খারকিভ প্রদেশের ইজিউম শহরে অবস্থিত ওই ঘাঁটি থেকে পালিয়ে যায় কয়েক হাজার রুশ সেনা। ঘাঁটিতে বিপুল পরিমাণ গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে যায় তারা। এ ঘটনায় উজ্জীবিত হয় কিয়েভ। এদিকে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর পিছু হটার ঘটনায় ক্ষুব্ধ রুশ জাতীয়তাবাদীরা।

উত্তর-পূর্বাঞ্চলে দ্রুতগতির পাল্টা আক্রমণ চালিয়ে রুশ বাহিনীকে হটিয়ে দেওয়ার পর কিয়েভ মস্কোর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেইনের সব ভূমি পুনর্দখলে নজর দিলেও ওই লক্ষ্য অর্জনে এখনো ‘দীর্ঘ পথ’ পাড়ি দিতে হবে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার সন্ধ্যার ভাষণে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলতি মাসে এখন পর্যন্ত তার সেনারা প্রায় ৮ হাজার কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। যার প্রায় পুরোটাই উত্তরপূর্বের খারকিভ অঞ্চলের।

 

সর্বশেষ খবর