বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

‘বিপদে বিশ্ব’ সাহায্য চাইলেন গুতেরেস

‘বিপদে বিশ্ব’ সাহায্য চাইলেন গুতেরেস

বিশ্ব বিপদের মধ্যে আছে। সে বিপদ মোকাবিলায় সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। নতুবা সবাইকে এর ফল ভোগ করতে হবে। এই মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেছেন। গুতেরেস বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের কাজ এগিয়ে নিতে গিয়ে আমরা দেখেছি বিশ্ব বিপদে আছে।’ এ ক্ষেত্রে তিনি সংঘাত, জলবায়ু পরিবর্তন, ভঙ্গুর আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, দারিদ্র্য, অসমতা, ক্ষুধা ও বিভাজনের কথা উল্লেখ করেছেন। গুতেরেস বলেন, সাধারণ চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য অবিরাম সংহতি প্রয়োজন। আগামী সপ্তাহে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

সর্বশেষ খবর