বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আজারবাইজান আর্মেনিয়া সংঘর্ষে নিহত ১০০

আজারবাইজান ও আর্মেনিয়ার সেনাদের মধ্যে সোমবার রাতের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের বলে জানা গেছে। গতকাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘তার অন্ততপক্ষে ৪৯ জন সেনার মৃত্যু হয়েছে। দুঃখজনক বিষয় হলো, এটাই চূড়ান্ত সংখ্যা নয়।’ মঙ্গলবার রাতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের ৫০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দুই পক্ষকেই শান্ত থাকতে বলেছেন। নাগর্নো-কারাবাখ এলাকায় দুই দেশ দুইবার যুদ্ধ করেছে। ৩০ বছর ধরে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা এই জায়গাটি নিয়ন্ত্রণ করেছে। পরে আজারবাইজান প্রায় পুরো এলাকা দখল নেয়।

সর্বশেষ খবর