শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সিংহাসনে বসেই ১০০ কর্মচারীকে ছাঁটাই রাজা চার্লসের

সিংহাসনে বসার পরই সমালোচনার মুখে পড়েছেন রাজা তৃতীয় চার্লস। নতুন রাজার বিরুদ্ধে অভিযোগ উঠল, অন্তত ১০০ জনকে চাকরি থেকে বরখাস্ত করতে চাইছেন। ইতোমধ্যেই তাদের নোটিস দিয়ে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি চাকরি ছেড়ে দিতে হবে। দেশজুড়ে শোকের আবহের মধ্যে রাজার এহেন সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ব্রিটেনের কর্মী সংগঠনগুলো। জানা গেছে, খুব তাড়াতাড়িই নিজেদের পুরনো বাসস্থান ছেড়ে বাকিংহ্যাম প্যালেসে চলে যাবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সে কারণেই তাদের পুরনো বাসস্থান ক্ল্যারেন্স হাউস থেকে শতাধিক কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত হয়েছে। রাজপরিবারের তরফে জানানো হয়েছে, ‘নতুন রাজা ও রানির বাড়ির সব কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। আমাদের কর্মচারীরা বিশ্বস্তভাবে কাজ করেছেন। কিন্তু সেই কাজ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে অবিলম্বে ছাঁটাই হওয়া কর্মীদের পুনরায় কাজে বহাল করার চেষ্টা চলছে।’

সর্বশেষ খবর