শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মোদির জন্মদিনে ফের চিতার যুগে ঢুকছে ভারত

মোদির জন্মদিনে ফের চিতার যুগে ঢুকছে ভারত

আজ থেকে ঠিক পৌনে ১০০ বছর আগে, ১৯৪৭ সালে, আজকের ছত্তিশগড়ের অধুনালুপ্ত সরগুজা স্টেটের রাজা রামানুজ প্রতাপ সিং দেও দেশের শেষ তিনটি চিতা শিকার করেছিলেন। তার পাঁচ বছর পর ভারত সরকার দেশে আর কোনো চিতা বাঘ নেই বলে আনুষ্ঠানিক ঘোষণা করেছিল। দীর্ঘ ৭৫ বছর পর সেই শূন্যতা কাটতে চলেছে। দেশটির মাটিতে আজ থেকেই চিতার পুনঃআবির্ভাব হতে চলেছে। আর সেটা হচ্ছে নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে। তাই আজই আফ্রিকার দেশ নামিবিয়া থেকে ভারতে আসছে আটটি চিতা। আফ্রিকার অতিথিদের এ দেশে বসবাসের চিরস্থায়ী বন্দোবস্তের দায়িত্বে যে বোয়িং বিমানটি বাছা হয়েছে, তার সম্মুখে আঁকা হয়েছে চিতার মুখ। তা নিয়ে ভারতে চলছে সাজ সাজ রব।

বলা হয়, সাত দশক আগে ভারত ছিল এশীয় চিতাদের অভয়ারণ্য। কিন্তু শিকার ও নিরাপদ বাসস্থানের অভাবে ক্রমশ কমতে থাকে তাদের সংখ্যা। উজবেকিস্তানের সমরখন্দে আঞ্চলিক সম্মেলন থেকে দিল্লি ফিরেই তাই প্রধানমন্ত্রী রওনা হবেন মধ্যপ্রদেশ। সেখানে কুনো জাতীয় উদ্যানে চিতাবাঘের আনা উপলক্ষে এক অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানেই যোগ দিয়ে মোদি তাঁর ৭২তম জন্মবার্ষিকী উদ্?যাপন করবেন।  সেখানে আটটি চিতাকে তিনি নিজ হাতে অভয়ারণ্যে ছাড়বেন। আটটি চিতার দলে রয়েছে পাঁচটি পুরুষ চিতা। তার মধ্যে রয়েছে দুই সহোদরও, যারা জুটি বেঁধে শিকার করে। দেশটির কেন্দ্রীয় সরকারের বক্তব্য, গোটা বিশ্বে এই প্রথম এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বড় আকারের মাংসাশী প্রাণী স্থানান্তরিত করা হচ্ছে। ‘প্রজেক্ট চিতা’র আওতায় এটি হচ্ছে।  

সর্বশেষ খবর