শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অনাহারের ঝুঁকিতে ৩৫ কোটি মানুষ

জাতিসংঘের সতর্কতা

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি সতর্ক করেছেন, বিশ্ব এখন একটি বৈশ্বিক জরুরি অবস্থায় অবস্থান করছে। যেখানে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ অনাহারের দিকে অগ্রসর হচ্ছে এবং ৭ কোটি মানুষকে ইউক্রেনে যুদ্ধের কারণে অনাহারের কাছাকাছি অবস্থায় যেতে হচ্ছে।

ডেভিড বিসলি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেন, ৮২টি দেশে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন, যা ২০২০ সালে কভিড-১৯ মহামারি শুরু হওয়ার আগের সংখ্যার চেয়ে আড়াই গুণ বেশি। তিনি বলেন, এটি অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক যে, ৪৫টি দেশের ৫ কোটি মানুষ তীব্র অপুষ্টিতে ভুগছে এবং দুর্ভিক্ষ দরজায় কড়া নাড়ছে। ক্রমবর্ধমান সংঘাত, মহামারির অর্থনৈতিক প্রভাব, জলবায়ু পরিবর্তন, জ্বালানির দাম বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পূর্বে যা ছিল তা হচ্ছে ক্ষুধার ঢেউ, আর এখন হচ্ছে ক্ষুধার সুনামি।

সর্বশেষ খবর