বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গোপন সফরে ইসরায়েলে পাকিস্তানের প্রতিনিধি দল

গোপন সফরে ইসরায়েল গেছে পাকিস্তান প্রতিনিধি দল। পাকিস্তানি দলের নেতৃত্বে আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম আশরাফ। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাদের। পাকিস্তানি মিডিয়ার বরাত দিয়ে এমন খবরই দিয়েছে জেরুজালেম পোস্ট। এতে বলা হয়েছে, করাচিভিত্তিক একজন সাংবাদিকও রয়েছেন এই প্রতিনিধি দলের সঙ্গে। এর আগে গত জুন মাসে পাকিস্তানি সাংবাদিক আহমেদ কুরাইশি ইসরায়েল সফর করে চাকরি হারিয়েছিলেন। সেই সফর নিয়ে বিতর্কের পর আবার এই নতুন পাকিস্তানি দলের ইসরায়েল সফরের খবর পাওয়া গেল।

একইসঙ্গে ইন্দোনেশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দলও বর্তমানে ইসরায়েল সফরে রয়েছেন। ফলে পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এই দেশ দুটি বিশ্বের সব থেকে জনবহুল মুসলিম দেশ।

সর্বশেষ খবর