শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ক্ষমা চাইলেন ইমরান খান

জেবা চৌধুরী নামে একজন বিচারক ও দুজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে গত মাসে হুমকি দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ অভিযোগে তার বিরুদ্ধে আদালতকে অবজ্ঞার মামলা করা হয়। সেই মামলায় হাজিরা দিতে গতকাল ইসলামাবাদ হাই কোর্টে উপস্থিত হন ইমরান খান। সবাইকে অবাক করে তিনি ওই ঘটনায় আদালতের কাছে ক্ষমা চান। ইমরান খান এমন বক্তব্য দেওয়ার পর প্রধান বিচারক আথার মিনাল্লা বলেন, আজ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হবে না। আদালত আপনার বক্তব্যকে সম্মান করে।

আপনার বক্তব্যের গুরুত্ব আপনি বুঝতে পেরেছেন। এরপর আগামী ৩ অক্টোবর পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন প্রধান বিচারক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর