শিরোনাম
শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মার্কিন নারী সাংবাদিকের হিজাব নেই সাক্ষাৎকারে না ইরান প্রেসিডেন্টের

মার্কিন নারী সাংবাদিকের হিজাব নেই সাক্ষাৎকারে না ইরান প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্ট সাক্ষাৎ বাতিল করলেন শুধুমাত্র নারী সাংবাদিক হিজাব পরতে রাজি না হওয়ায়। ওই সাংবাদিক হলেন ক্রিস্টিন আমানপোর। তিনি যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাংবাদিক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে অনেক দিন ধরে জড়িত। প্রতিদিন দর্শকদের চোখ থাকে তার সাক্ষাৎকারের অনুষ্ঠান দেখার জন্য। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে তার একটি সাক্ষাৎকার হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট রাইসি শর্ত দিয়েছিলেন, নিউইয়র্কে ওই সাক্ষাৎকার নেওয়ার সময় আমানপোরকে মাথায় হিজাব পরতে হবে। এতে আপত্তি জানিয়ে বৃহস্পতিবারের ওই সাক্ষাৎকার বাতিল করেছেন এ সাংবাদিক। হিজাব বিক্ষোভের জেরে গত কয়েকদিনে উত্তাল ইরান। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। এ ব্যাপারে টুইটে আমানপোর লিখেছেন, বিনয়ের সঙ্গে তিনি হিজাবে মাথা ঢাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার মতে, নিউইয়র্কে হেডস্কার্ফ বা হিজাব পরা নিয় কোনো আইন বা প্রথা নেই। তিনি সাফ জানান, তার পক্ষে মাথা ঢাকা সম্ভব হবে না। এর আগে দেশের বাইরে সাক্ষাৎকারের ক্ষেত্রে কোনো ইরানি প্রেসিডেন্ট এমন শর্ত রাখেননি বলেও জানান আমানপোর।

 

সর্বশেষ খবর