শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

উত্তর কোরিয়াকে মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় পৌঁছল বিমানবাহী মার্কিন রণতরী

উত্তর কোরিয়াকে মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় পৌঁছল বিমানবাহী মার্কিন রণতরী

এশিয়ায় যুদ্ধের নতুন উত্তেজনা ছড়িয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে মার্কিন বিমান রণতরী রোনাল্ড রিগ্যান। বলা হয়েছে, উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার জন্য গতকাল এ রণতরী পৌঁছেছে।

খবরে আরও বলা হয়- পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে চাপে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে নিয়ে বড় ধরনের সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে। তার অংশ হিসেবেই মার্কিন যুদ্ধজাহাজগুলো দক্ষিণের বন্দরনগরী বুসানে অবস্থান করছে। মার্কিন জাহাজগুলো চলতি মাসে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নেবে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে রেকর্ডসংখ্যক পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। দেশটির এমন আচরণে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। রয়টার্স, বিবিসি, আলজাজিরা, এএফপি

 

 

সর্বশেষ খবর