শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইসরায়েল তেল ইহুদ সমাধিস্থলে তৈজসপত্র আবিষ্কার

ইসরায়েল তেল ইহুদ সমাধিস্থলে তৈজসপত্র আবিষ্কার

ইসরায়েল তেল ইহুদ সমাধিস্থলে সম্প্রতি কিছু তৈজসপত্র আবিষ্কার হয়েছে। ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটি জানিয়েছে পাত্রগুলো খ্রিস্টপূর্ব ১৪০০ বছর আগের। এই পাত্রগুলো আফিম খাওয়ার কাজে ব্যবহৃত হতো। গবেষকরা বলছেন, কানান শহরে (একটি প্রাচীন অঞ্চল যা ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চলগুলোকে ঘিরে রেখেছে)। দাফনের আচার-অনুষ্ঠানে আফিম ব্যবহার করা হতো

-এএফপি

সর্বশেষ খবর