সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কমলা হ্যারিসের দ. কোরিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এই পরীক্ষা এমন সময় চালানো হলো যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পূর্ব এশিয়া সফরে রওনা হয়েছেন এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাদের পূর্বনির্ধারিত একটি সামরিক মহড়ার প্রস্তুতি শেষ হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল ৭টার আগে উত্তর পিয়ংইয়ং প্রদেশের তায়েচন এলাকার কাছ থেকে স্বল্পপাল্লার ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়ে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার ওপর দিয়ে উড়ে শব্দের ৫ গুণ বেশি গতিতে ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছায়। ‘উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বড় ধরনের উসকানি যা কোরীয় উপদ্বীপ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি,’ গতকাল দেওয়া বিবৃতিতে বলেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। বিবৃতিতে আরও বলা হয়, উত্তর ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান কিম সিউং-কিউম ও যুক্তরাষ্ট্র বাহিনী কোরীয় কমান্ডার পল লা কামেরার মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। উত্তর কোরিয়ার যে কোনো ধরনের উসকানি বা হুমকি মোকাবিলায় তারা যে প্রস্তুত সে বিষয়টিও ফের নিশ্চিত করেছেন তারা।

সর্বশেষ খবর