সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইতালিতে ক্ষমতায় আসছে ডানপন্থিরা?

ইতালিতে নতুন সরকার গঠনে ভোট চলছে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার বেছে নেওয়া হবে কি না, সেই বিষয়ে রায় দেবেন ইতালির মানুষ। গতকাল দেশটিতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলে। তবে গভীর রাত পর্যন্ত রায় জানা যায়নি। ফল কী হয়, তা জানতে ইউরোপের অন্যান্য দেশও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ভোটের আগে হওয়া সর্বশেষ জনমত জরিপগুলোতে জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি ব্রাদার্স অব ইতালি পার্টির জয়জয়কার দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। নির্বাচনে জয়ী হলে জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। ইতালির স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত ৫ কোটির বেশি ভোটার ভোট দেবেন। প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা সিসিলিয়ান রাজধানী পালেরমোতে সকালে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে জর্জিয়া মেলোনির প্রধান প্রতিদ্বন্দ্বী মধ্য-বামপন্থি নেতা এনরিকো লেত্তা। তিনি রোমে ভোট দিয়েছেন। মেলোনি ভোট দিয়েছেন মিলানে। ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার ওপর জারি করা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়েছেন জর্জিয়া মেলোনি। কিন্তু তিনি ফ্যাসিবাদীদের পুরনো স্লোগানকে ধারণ করেন। তিনি কথা বলেছেন এলজিবিটি লবির বিরুদ্ধে এবং অভিবাসীদের ঠেকাতে লিবিয়া ঘিরে নৌ অবরোধের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর