সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র নিয়ে নানা রকম অভিযোগ ল্যাভরভের

বিশ্বের মার্কিন নেতৃত্ব নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জাতিসংঘে দেওয়া লাভরভের বক্তব্যে যিনি ‘যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত’ দিয়েছেন, সেখানে তিনি যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের স্বঘোষিত মাতব্বর’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লাভরভের অভিযোগের তালিকাটা ছিল দীর্ঘ। সাবেক সোভিয়েত দেশগুলোতে কী ঘটছে সে সম্পর্কে রাশিয়ার উদ্বেগ শুনতে মার্কিন অস্বীকৃতির কথা লাভরভ জানিয়েছেন। তিনি নিষেধাজ্ঞার অবৈধ ব্যবহারকে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন। এ সময় তিনি কিয়েভের নির্বাচিত সরকারকে অবৈধ বলে অভিযোগ করে বলেন, ওই সরকার নব্য নাৎসিবাদী, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ ভাষাভাষী মানুষের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছিল। জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় ল্যাভরভ আরও বলেন, বিশ্বের ভবিষ্যৎ নিয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেনের অধিকৃত অঞ্চলে গণভোটের পর যদি তা মস্কোর সঙ্গে একীভূত হয় তবে সেই অঞ্চলের পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া।

সর্বশেষ খবর