শিরোনাম
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কলকাতায় অফিস খুলল আম আদমি পার্টি

কলকাতায় অফিস খুলল আম আদমি পার্টি

ভারতে বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ক্রমশ বিস্তার বাড়াচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দলটি এবার পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো দফতর খুলেছে। রবিবার দক্ষিণ কলকাতার ইএম বাইপাস লাগোয়া গরফার হালতু এলাকায় আপের রাজ্য দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পশ্চিমবঙ্গের আপ ইনচার্জ সঞ্জয় বসু এই কার্যালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে। তবে ২০২৪-এর লোকসভা ভোটই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন। তিনি বলেন, ২০২৪ সালে বিজেপিকে ভারত থেকে হটানোই তাঁদের লক্ষ্য। তাই এখন থেকে গোটা দেশে সংগঠন মজবুত করতে মরিয়া আপ। তিনি জানান, আমরা কারও সঙ্গে জোটে যাব না, এ কথা অরবিন্দ কেজরিওয়াল বলে দিয়েছেন। জোটের রাজনীতিতে আমরা নেই।

একই সঙ্গে রাজ্যবাসীর প্রতি তাঁর বার্তা, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কাজ করার হলে আসুন। কোনো নেতা দেশ বদলাতে পারবে না। তিনি আরও বলেন, এখানকার ১০ কোটি মানুষের মধ্য থেকেই বাংলায় ‘আপ’-এর মুখ উঠে আসবে।

সর্বশেষ খবর