মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানের প্রধানমন্ত্রীর গোপন অডিও নিলামে উঠছে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর গোপন অডিও নিলামে উঠছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অফিসের কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হয়ে গেছে। শুধু ফাঁস হওয়াই নয়, ডার্ক ওয়েবে সেই অডিও ক্লিপ নিলাম করা হচ্ছে বলেও জানা গেছে। দেশটির প্রধান বিরোধী দল পাক তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতা তথ্যটি জানিয়েছেন। ফলে পাকিস্তানের সাইবার সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, প্রকাশ্যে এসেছে দেশটির প্রশাসনের বেশ কিছু তথ্য। সেদেশের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা থেকে শুরু করে ভারত থেকে যন্ত্রপাতি কেনার পরিকল্পনা- সব আলোচনাই ফাঁস হয়ে গেছে।

পাকিস্তানের বিরোধী দল পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রায় ১০০ ঘণ্টার অডিও ক্লিপ ফাঁস হয়েছে। ডার্ক ওয়েবে প্রায় ৩৫ লাখ ডলারের বিনিময়ে অন্য দেশের কাছে সেই তথ্য বিক্রি করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

পাকিস্তান প্রশাসনের শীর্ষ পর্যায়ের বৈঠকের গুরুত্বপূর্ণ তথ্য নিলামে তোলা হয়েছে, এই অভিযোগে সরব হন ফাওয়াদ। সব মিলিয়ে চূড়ান্ত বিপাকে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সর্বশেষ খবর