বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পৃথিবীর দিকে আসা গ্রহাণুকে নাসার মহাকাশযানের ধাক্কা

পৃথিবীর দিকে আসা গ্রহাণুকে নাসার মহাকাশযানের ধাক্কা

মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার এক গ্রহাণু। সংঘর্ষ এড়াতে মহাকাশযান ‘ডার্ট’ দিয়ে গ্রহাণুটিকে আঘাত করে এর গতিপথ ঘুরিয়ে দিলেন নাসার বিজ্ঞানীরা। লক্ষ্য গ্রহাণুটিকে অন্য কক্ষপথে ঢুকিয়ে দেওয়া। এর আগে মোটামুটি ১৬০ মিটার চওড়া গ্রহাণুটির সঙ্গে সংঘর্ষের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ডার্টের ক্যামেরা প্রতি সেকেন্ডে একটি করে ছবি পাঠিয়েছে পৃথিবীতে। আসলে কী হচ্ছে তা জানাই ছিল বিজ্ঞানীদের গবেষণার বিষয়।

নাসা বলছে, পৃথিবীকে রক্ষার পরীক্ষায় ডিমারফোস গ্রহাণুকে সফলভাবে আঘাত করেছে ‘ডার্ট’। এই আঘাত হানার প্রক্রিয়ায় মহাকাশযানটি সঙ্গে সঙ্গেই ধ্বংস হয়ে যায়। পৃথিবীকে হুমকির মুখে ফেলতে পারে এমন সব মহাকাশ শিলাকে নিরাপদে ধাক্কা মেরে তাদের কক্ষপথ বদলে দেওয়া যায় কিনা, তা পরীক্ষার জন্যই ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘর্ষের এই পরীক্ষা চালিয়েছে নাসা। শব্দের চেয়েও বেশি গতিতে ছুটে গিয়ে পৃথিবী থেকে ৬৮ লাখ মাইল দূরের গ্রহাণু ডিমারফোসের গায়ে স্থানীয় সময় সোমবার সফলভাবে আছড়ে পড়ে ডার্ট। ডিমারফোস নামে এই গ্রহাণুটি মূলত ডিডাইমস নামের আরেকটি বড় গ্রহাণুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ২৪ নভেম্বর ডার্ট মিশনের জন্য ওই মহাকাশযান পাঠানো হয় মহাকাশে। সম্প্রতি বিজ্ঞানীরা দেখতে পান, পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে আসছে ডিডাইমস নামে একটি গ্রহাণু। তার ব্যাস আড়াই হাজার ফুট। এর গায়ে রয়েছে ‘বুল আই’ নামে একটি পাথরও। তার নাম ডিমারফোস। তবে গ্রহাণুটির কক্ষপথ পরিবর্তন হয়েছে কিনা তা জানা যাবে দু’মাস পর।

সর্বশেষ খবর