বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কংগ্রেস সভাপতির দৌড় থেকে ছিটকে পড়লেন গেহলট

কংগ্রেস সভাপতির দৌড় থেকে ছিটকে পড়লেন গেহলট

একটা সময় মোটামুটি ঠিক ছিল যে, রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলটই পরবর্তী কংগ্রেস সভাপতি হতে চলেছেন। কিন্তু রাজস্থানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়তে চাননি গেহলট। এই নিয়ে বিদ্রোহ দেখা দিয়েছে রাজস্থানে। গেহলট বলার চেষ্টা করেছিলেন, বিধায়করা তার কথা শুনছেন না।

কিন্তু গেহলটের এই কথা কংগ্রেসের নেতারাই মানতে রাজি নন। না সোনিয়া, না রাহুল বা প্রিয়াঙ্কা, না মল্লিকার্জুন খাড়গের মতো নেতারা। তাই অতীতে গান্ধী পরিবারের একান্ত অনুগত নেতা কংগ্রেস সভাপতির তালিকা থেকে বাদ পড়েছেন। দলীয় সূত্র আরও জানায়, জাতীয় নেতৃত্বের দৌড় থেকে গেহলটের নাটকীয়ভাবে ছিটকে যাওয়ার পর কংগ্রেসের সভাপতি পদে কে হচ্ছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

গেহলট বাদ হয়ে গেলে লড়াইয়ে থাকছেন বেশ কয়েকজন। শশী থারুর, কমল নাথ, দিগি¦জয় সিং, মুকুল ওয়াসনিক এবং মল্লিকার্জুন খাড়গে। এ ছাড়া আছেন কুমারী শৈলজা এবং কে সি বেনুগোপাল। রাহুল গান্ধীর পছন্দের নেতা হলেন বেনুগোপাল।

সর্বশেষ খবর