বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্নোডেন এখন রাশিয়ার নাগরিক

স্নোডেন এখন রাশিয়ার নাগরিক

সাবেক মার্কিন গোয়েন্দা কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৯ বছর আগে ২০১৩ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন নজরদারির খবর ফাঁস করে দিয়েছিলেন স্নোডেন।

এনএসএ-তে কাজ করতেন স্নোডেন। আমেরিকা ও বিশ্বব্যাপী সংস্থাটির গোপন নজরদারি বিষয়ক নথিপত্র প্রকাশ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যেতে হয় তাকে। গুপ্তচরবৃত্তির অভিযোগে স্নোডেনকে মার্কিন আদালতে তুলতে চায় যুক্তরাষ্ট্র। সেজন্য তাকে দেশে ফেরাতে অনেক বছর ধরে চেষ্টা করছে দেশটি। স্নোডেনসহ ৭২ জন বিদেশিকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়ার ডিক্রিতে সোমবার সই করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সর্বশেষ খবর