বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইউরোপে দুশ্চিন্তা বাড়াচ্ছে চরম ডানপন্থি উত্থান

ইউরোপে চরম দক্ষিণপন্থি শক্তির উত্থান নতুন ঘটনা নয়। একাধিক দেশে এই শক্তি এমনকি সরকারও গঠন করেছে। কিন্তু বর্তমান কঠিন পরিস্থিতিতে মহাদেশের একাধিক প্রান্তে ‘পপুলিস্ট ফ্যাসিবাদী রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনে সাফল্য পাচ্ছে, তা যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার জের ধরে জ্বালানি সংকট এবং অস্বাভাবিক মূল্যস্ফীতির ধাক্কায় নাস্তানাবুদ সাধারণ মানুষ বার বার কেন চরম দক্ষিণপন্থিদের প্রতি আস্থা দেখাচ্ছে, সে বিষয়ে তর্কবিতর্ক চলছে। অভূতপূর্ব সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐক্যের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ইইউর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ ইতালির ভবিষ্যৎ সরকারে চরম ডানপন্থিদের প্রভাব সে দেশ এই রাষ্ট্রজোটের মূল্যবোধ রক্ষা করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই মূল্যবোধ না মানার অভিযোগে হাঙ্গেরির চরম ডানপন্থি সরকারের ওপর আর্থিক শাস্তি চাপিয়েছে ব্রাসেলস। কিন্তু ইতালির বিরুদ্ধে সে রকম পদক্ষেপ কার্যকর করা কতটা কার্যকর হবে, সে বিষয়ে সংশয় রয়েছে।

সর্বশেষ খবর