শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মঙ্গলেও নোংরা ছড়াচ্ছে মানুষ

মঙ্গলেও নোংরা ছড়াচ্ছে মানুষ

পৃথিবীকে জঞ্জাল বানিয়ে ফেলছে মানুষ। এ নিয়ে পরিবেশবিদদের আন্দোলন চলছে গোটা বিশ্বেই। কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন মানুষ শুধু পৃথিবীকেই দূষিত করছেন না। মহাকাশেও আবর্জনায় ভরে ফেলছে। গবেষণার জন্য মহাকাশে পাড়ি দিচ্ছে মানুষ। কিন্তু শুধু গবেষণাই গিয়েই এই আবর্জনা ফেলে আসছে মানবজাতি। মঙ্গল গ্রহে প্রায় ৭০০০ কেজি আবর্জনার খোঁজ পেয়েছে নাসার বিজ্ঞানীরা।

মঙ্গল গ্রহ নিয়ে চিরকাল উৎসাহ রয়েছে বিজ্ঞানীদের। এই লাল গ্রহে প্রাণের উৎস থাকতে পারে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। এই লাল গ্রহে এখনো পর্যন্ত পা না রাখলেও ইতোমধ্যেই রোবোটিক গবেষণা শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা অনুমান করছেন  ২০৩০ সাল নাগাদ মঙ্গলে নাকি পাড়িও দিতে পারবে মানুষ। কিন্তু মঙ্গলে পাওয়া আবর্জনার ফলে ইতোমধ্যেই চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ডিপার্টমেন্টের গবেষক ফেলো ক্যাগ্রি কিলিক জানিয়েছেন, মানুষের রোবোটিক অনুসন্ধানের ফলেই আবর্জনার সৃষ্টি হয়েছে এই লাল গ্রহে। ড. কিলিক আরও জানিয়েছেন মূলত তিনটি কারণে আবর্জনার সৃষ্টি হয়েছে এই লাল গ্রহে। এই তিনটি কারণ হলো বাতিল হার্ডওয়্যার, নিষ্ক্রিয় মহাকাশযান ও বিধ্বস্ত মহাকাশযান। বিভিন্ন কারণে মঙ্গলে মহাকাশ যান পাঠিয়েছে মানুষ। এসব গবেষণার কারণেই এই বিপুল পরিমাণ আবর্জনা সৃষ্টি হয়েছে মঙ্গলগ্রহে। আবর্জনার আরও একটি বড় উৎস হলো ধ্বংস হওয়া মহাকাশযানের টুকরো। ড. কিলিকের মতে এই বিশাল পরিমাণ আবর্জনা পরবর্তী মঙ্গল মিশনগুলোতে অত্যন্ত সমস্যার সৃষ্টি করতে পারে।

সর্বশেষ খবর