শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

শান্তিতে নোবেল কি এ বছর অধরা!

শান্তিতে নোবেল কি এ বছর অধরা!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে এ মাসেই। এর মধ্যে ৭ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোতে নোবেল শান্তি পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। ফলে এ বছর কাকে শান্তিতে এ পুরস্কার দেওয়া হবে তা নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তুঙ্গে। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর দাবি, এবার কোনো ব্যক্তি নন, পুরস্কার পেতে পারে কোনো সংগঠন। যুদ্ধাপরাধ সংক্রান্ত খবর করার জন্য কোনো সংবাদ সংস্থাও জিতে নিতে পারে এ পুরস্কার। আবার এমনও হতে পারে, তেমন কাউকে না পাওয়া গেলে, এবার নোবেল শান্তি পুরস্কার নাও দেওয়া হতে পারে। তবে তেমন হলে গত ৫০ বছরের মধ্যে প্রথমবার ঘটবে সেই ঘটনা।

কারা পেতে পারেন নোবেল শান্তি পুরস্কার : প্রথা অনুযায়ী একটি কমিটির মাধ্যমে পুরস্কারজয়ীদের বেছে নেয় নোবেল কমিটি। এ বছরের শান্তি পুরস্কারের জন্য গত জানুয়ারিতেই ৩৪৩ জনের নামের তালিকা কমিটির কাছে জমা পড়েছিল। কিন্তু ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। জানা গেছে, এবারের নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডসের সংবাদ সংস্থা ‘বেলিংক্যাট’। মূলত তদন্তধর্মী সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিশ্বজুড়ে নাম রয়েছে এ সংস্থার। ইউক্রেনের রণাঙ্গন থেকে যুদ্ধাপরাধ সংক্রান্ত খবর সংগ্রেহ এবং তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে এ সংস্থা। এর পাশাপাশি এবার নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন অ্যালেক্সজেই নাভালনি।

সর্বশেষ খবর