শনিবার, ১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

তেল নেই, বন্ধ পাকিস্তানের ট্রেন যোগাযোগ!

তেল নেই, বন্ধ পাকিস্তানের ট্রেন যোগাযোগ!

দুর্নীতি, সন্ত্রাস, অর্থনৈতিক অব্যবস্থাপনাসহ নানা সমস্যায় জর্জরিত পাকিস্তানে এবার জ্বালানি ও খাদ্যপণ্যের অভাব দেখা দিয়েছে। আর এ কারণে প্রায় থেমে গেছে দেশটির ট্রেন পরিষেবা। দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, একাধিক কারণে পাকিস্তানে রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে অন্যতম কারণ ভয়াবহ বন্যা। গত কয়েক সপ্তাহে দেশজুড়ে আসা প্রবল বন্যায় জোর ধাক্কা খেয়েছে ‘পাকিস্তান রেল’। যাত্রীর অভাবে আয় ধাক্কা খেয়েছে। প্রতি মাসে আয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা কিছুতেই পূরণ হচ্ছে না। বেশকিছু স্টেশনে ডিজেলের অভাব চরমে। বন্যার জন্য পরিকাঠামোয় যে ক্ষতি হয়েছে, তার প্রভাবও পড়েছে। ফলে গোটা ট্রেন নেটওয়ার্ক যে স্বাভাবিক ছন্দে চলে তা বিঘিœত হয়েছে। ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, বর্তমানে লাহোর ও রাওয়ালপিন্ডির মধ্যে মাত্র একটি ট্রেন চলছে। পেশোয়ার ও সিন্ধু প্রদেশের রহরি স্টেশনের মধ্যেও চলছে একটি মাত্র ট্রেন। এদিকে, ডিজেলের অভাব নেই বলে দাবি করেছেন পাকিস্তান রেলের এডিশনাল জেনারেল ম্যানেজার আমির বালোচ। তার কথায়, একটি বেসরকারি সংস্থা থেকে ডিজেল কেনা হচ্ছে। প্রয়োজন মেটাতে ভবিষ্যতেও বেসরকারি সংস্থা থেকে ডিজেল কেনা হতে পারে।

সর্বশেষ খবর