বুধবার, ৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা

সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। সিএনএনের কাছ থেকে ৪৭ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। খবর এএফপির। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করেছেন ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, সিএনএন তার বিরুদ্ধে ‘মানহানিকর এবং অপবাদমূলক’ প্রচারণা চালিয়েছে। কারণ, তিনি ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে লড়বেন। ২৯ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, বিশ্বস্ত সংবাদ সূত্র হিসেবে সিএনএনের যে বড় ধরনের প্রভাব রয়েছে, সেটিকে ব্যবহার করতে চেয়েছে তারা। এ মামলার বাদীকে (ট্রাম্প) তারা রাজনৈতিকভাবে পরাজিত করতে তার সম্পর্কে দর্শক ও পাঠকদের মধ্যে অপবাদ রটিয়ে দিতে চেয়েছে। আরও বলা হয়, সিএনএন মামলার বাদীর বিরুদ্ধে একের পর এক মানহানিকর ও মিথ্যা প্রচারণা চালিয়েছে। তাকে ‘বর্ণবাদী’, ‘রাশিয়ার দালাল’, ‘বিদ্রোহী’ এবং ‘হিটলার’ তকমা দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে সিএনএন এবং দেশটির আরও এক শীর্ষ গণমাধম নিউইয়র্ক টাইমসের সঙ্গে বারবারই তার তিক্ততার চিত্র সামনে এসেছে।

সর্বশেষ খবর