মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

এক চোখের দৃষ্টিশক্তি হারালেন রুশদি এক হাত অবশ

এক চোখের দৃষ্টিশক্তি হারালেন রুশদি এক হাত অবশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগস্টে ছুরি হামলার শিকার বুকারজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি এক চোখের দৃষ্টিশক্তি ও এক হাতের কর্মক্ষমতা হারিয়েছেন। তার প্রতিনিধি অ্যান্ড্রু ওয়াইলি স্পেনের সংবাদপত্র এল পাইসকে রবিবার এ তথ্য জানান। তিনি জানান, রুশদি এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তার বুকে আরও ১৫টির মতো ক্ষতচিহ্ন রয়েছে। তার ঘাড়ে তিনটি আঘাত করা হয়; এগুলো ছিল গুরুতর। তিনি আরও বলেন, রুশদি এক হাতের কর্মক্ষমতা হারিয়েছেন। কারণ ছুরিকাঘাতে হাতটির নার্ভ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে রুশদি এখনো হাসপাতালে আছেন কি না সে বিষয়ে কিছু জানাননি তার এজেন্ট। নৃশংস হামলার পরও লেখক বেঁচে আছেন এটাই সবচেয়ে বড় বিষয় বলে তিনি মন্তব্য করেন।

৭৫ বছর বয়সী লেখক রুশদি ১৯৮৮ সালে তার ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পর থেকেই হুমকি পেয়ে আসছিলেন। এমনকি, ওই বইয়ের কারণে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি তার নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি। ১২ আগস্ট নিউইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শাটাকোয়া ইনস্টিটিউশনের মঞ্চে শিল্পের স্বাধীনতা প্রসঙ্গে এক বক্তব্য প্রদানকালে আক্রমণের শিকার হন রুশদি। তাকে ১৫-২০ বার ছুরিকাঘাত করা হয়। পরে হাদি মাতার নামে হামলাকারী যুবককে গ্রেপ্তার করা হয়।

 

সর্বশেষ খবর