শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পপি ফুল বিক্রি করছেন ঋষি সুনাক!

পপি ফুল বিক্রি করছেন ঋষি সুনাক!

মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে জনতার ভিড়ের মধ্যে পপি ফুল বিক্রি করে যাত্রীদের অবাক করে দিয়েছেন ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার রয়্যাল ব্রিটিশ লিজিয়নের (আরবিএল) বার্ষিক ‘পপি আপিল’ উপলক্ষে তহবিল সংগ্রহের জন্য এ উদ্যোগে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তা স্টিফেন লারু। খবর দ্য টেলিগ্রাফের।  

সে সময় ঋষি সুনাককে ট্রে-ভর্তি পপি ফুল হাতে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়, যদিও কোনো গণমাধ্যমকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। আরবিএল জানায়, সকালের এ ব্যস্ততম সময়ের মধ্যেও তাদের সঙ্গে মিলে তহবিল সংগ্রহের জন্য দাঁড়ানোয় তারা ঋষি সুনাকের কাছে কৃতজ্ঞ। এ প্রসঙ্গে টোরি দলের এমপি অ্যান্ড্রু স্টিফেনসন লিখেছেন, ‘আজ সকালে ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ‘পপি আপিল’-এর জন্য পপি ফুল বিক্রি করতে দেখে ভালো লাগছে।’

অপারেশনস ও ডেটা অ্যানালিস্ট লুইস জানান, তিনি ৫ পাউন্ড দিয়ে ঋষি সুনাকের কাছ থেকে একটি পপি ফুলও কিনেছেন। তার ভাষ্যে, ‘এতটা কম দামে পাব আশা করিনি! আমি ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে আমার টিকিট কিনতে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম সেনাবাহিনীর নারী-পুরুষদের সঙ্গে দাঁড়িয়ে তিনি পপি বিক্রি করছেন।’

সেদিন স্টেশনে থাকা আরেকজন যাত্রী টুইটারে লিখেছেন, ‘আজ সকালেই ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে আমার বাবা ঋষি সুনাককে দেখেছেন আর তিনি পপি বিক্রি করছিলেন! উল্লেখ্য, লন্ডন পপি ডে উপলক্ষে বৃহস্পতিবার আরবিএল ১ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের উদ্দেশে মাঠে নামে।

সর্বশেষ খবর