শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মোদির রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল আপ

মোদির রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল আপ

ইসুদান গরভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচন আগামী ডিসেম্বরে। দুই দফায় এই নির্বাচন ১ ডিসেম্বর এবং ৫ ডিসেম্বর হবে। এতদিন ধরে এই রাজ্যে কংগ্রেস ও বিজেপির মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার নতুন      ‘খেলোয়াড়’ আম আদমি পার্টি বা আপ। দলটির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এরমধ্যে চমক দেওয়া শুরু করেছেন। তিনি গতকাল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন রাজ্যের জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক এবং সঞ্চালক ইসুদান গরভিকে। উল্লেখ্য, এর আগে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয় ভগবান্ত মানকে। এবার গুজরাটেও গণমাধ্যম ব্যক্তিত্বকে সামনে আললেন। তবে পাঞ্জাবের মতো গুজরাটেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছার জন্য সাধারণ মানুষের মতামত চেয়েছিল আম আদমি পার্টি। আপ-এর করা সমীক্ষায় প্রায় ৭৩ শতাংশ মানুষ গরভির সমর্থনে ভোট দিয়েছেন। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে গঢভির মূল প্রতিপক্ষ ছিলেন গুজরাটে দলের রাজ্য সভাপতি গোপাল ইটালিয়া। ৪০ বছরের গঢভিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার পিছনে অবশ্য রাজনীতির অঙ্কও দেখছেন বিশেষজ্ঞরা। প্রথমত, গঢভি একটি কৃষক পরিবারের সন্তান। দ্বারকার পিপালিয়া গ্রাম থেকে উঠে এসেছেন তিনি। তাছাড়া তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধি। রাজ্যের মোট জনসংখ্যার ৪৮ শতাংশ অন্যান্য অনগ্রসর শ্রেণির মধ্যে পড়েন। ফলে কৃষকসহ অন্যান্য অনগ্রসর শ্রেণির বিপুল সংখ্যক মানুষের সমর্থন আদায় করতেই গঢভিকে সুকৌশলে বেছে নেওয়া হলো কি না, সেই প্রশ্ন থাকছে।

সর্বশেষ খবর