বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই

‘ডেঙ্গু আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে আরও মৃত্যু’ গত কয়েক দিন ধরে রাজ্যের সব পত্রিকায় এ হেডলাইনটি সবার নজর কাড়ছে। ফলে পুরো রাজ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। মানুষের ঘুম কেড়ে নিয়েছে মশাবাহিত এই রোগ। কখনো উত্তর ২৪ পরগনা জেলা, কখনো হুগলি, হাওড়া, কখনো আবার কলকাতা শহর- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্কে পশ্চিমবঙ্গবাসী, উদ্বিগ্ন প্রশাসন। মশাবাহিত এই রোগে যেভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে।

 রাজ্যজুড়ে সতর্কতামূলক প্রচার, প্রশাসনিক স্তরে দফায় দফায় বৈঠক করেও কোনো লাভ হচ্ছে না।

চলতি বছরে কলকাতাতেও একাধিক নতুন নতুন জায়গা থেকে ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে রয়েছে কসবা, যাদবপুর, মুকুন্দপুর, যোধপুর পার্ক, নেতাজি নগর, চিৎপুর, কাশিপুর, দমদম, বেলেঘাটা, পাইকপাড়ার মতো ঘনবসতিপূর্ণ এলাকা। ডেঙ্গু প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে ইতোমধ্যে কলকাতা শহরে বিক্ষোভ, প্রতিবাদী মিছিলে শামিল হয়েছে বিরোধীরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরকারি হাসপাতাল বা নার্সিংহোমগুলোতেও বিক্ষোভ দেখাচ্ছে রোগীর আত্মীয়-পরিজনরা।

রাজ্যে এখনো পর্যন্ত প্রায় ৫ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন ডেঙ্গুতে। তবে মৃত্যুর তথ্য নেই প্রশাসনের কাছে।

সর্বশেষ খবর