শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

হাইপারসনিক মিসাইল তৈরি করেছে ইরান

হাইপারসনিক মিসাইল তৈরি করেছে ইরান

দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইরান। তার প্রমাণও দিয়ে চলছে। এবার দেশটি হাইপারসনিক মিসাইল তৈরি শেষ করেছে। এমন দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম। ইরানি কমান্ডার আমির আলী হাজিজাদেহ জানিয়েছেন, এ মিসাইল উচ্চ গতিসম্পন্ন এবং বায়ুমন্ডলের বাইরে দিয়ে চলতে পারে। শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ মিসাইলকে আটকাতে পারবে না। আরব নিউজের খবরে জানানো হয়েছে, শব্দের থেকে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে হাইপারসনিক মিসাইল। তবে ইরানের এ মিসাইলের গতি কতখানি তা জানা যায়নি। উচ্চ গতির কারণে হাইপারসনিক মিসাইল ঠেকানো প্রায় অসম্ভব। যদিও ইরান এমন মিসাইলের পরীক্ষা চালিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইরানের অস্ত্র কার্যক্রমের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা মনে করেন, ইরান নিজের সামরিক সক্ষমতা সম্পর্কে সবসময় বাড়িয়ে বলে। এর মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে ড্রোন হামলা চালাচ্ছে তার সবই প্রায় ইরানের তৈরি। ফলে ইরানের সামরিক কার্যক্রম নিয়ে আতঙ্কে থাকে সৌদি আরব ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। এ আশঙ্কা থেকেই ২০১৮ সালে ইরানের ওপর সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসে দেশটি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইরান পরমাণু সমঝোতা ব্যবহার করে নিজের সামরিক কার্যক্রম বৃদ্ধির সুযোগ তৈরি করেছে।

গত সপ্তাহে ইরান জানিয়েছে, তারা ঘায়েম ১০০ রকেটের সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে ৮০ কেজি ওজনের স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হবে। যদিও যুক্তরাষ্ট্র বলছে, এ ধরনের রকেটে করে ইরান মূলত পরমাণু বোমা নিক্ষেপের পরিকল্পনা করছে। যদিও ইরান দাবি করে, তাদের পরমাণু বোমা নেই এবং পরমাণু অস্ত্র তৈরিতে তাদের কোনো আগ্রহও নেই।

সর্বশেষ খবর