শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না পুতিন

জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না পুতিন

ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ অন্তর্ভুক্ত দেশের রাষ্ট্রনায়কদের সম্মেলনে যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সম্মেলনে পুতিনের যোগ না দেওয়ার বিষয়টি ইন্দোনেশিয়ায় অবস্থিত মস্কো দূতাবাস নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, পুতিন ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে পারেন। পুতিনের পরিবর্তে সম্মেলনে যোগ দেবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ১৫ ও ১৬ নভেম্বর বালিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অংশগ্রহণের কথা রয়েছে। এতে পুতিন অংশ নিলে ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর প্রথমবারের মতো বাইডেন ও পুতিনকে একই কক্ষে দেখা যেত। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, এই সম্মেলনে পুতিন অংশগ্রহণ করলেও সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করার কোনো ইচ্ছে নেই। তিনি পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ বলে সমালোচনা করেন। পুতিনের অংশগ্রহণের বিষয়ে কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তার পর এই সিদ্ধান্ত এলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা সমালোচনা থেকে নিজেদের আড়ালে রাখতে চায় ক্রেমলিন। জুলাইয়ে জি-২০-এর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কর্মকর্তারা ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে থাকলে প্রতিবাদে বৈঠকস্থল ছেড়ে যান লাভরভ।

সর্বশেষ খবর