শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তান সরকার দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘পলাতক’ ঘোষণা করে তাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল ব্রিটেনের কাছে। বাজেয়াপ্ত করেছিল পাসপোর্ট। তবে এবার পাসপোর্ট ফেরত পাচ্ছেন নওয়াজ। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নওয়াজ শরিফের ছোট ভাই। তিনি ক্ষমতায় বসেই বড় ভাইকে দেশে ফেরাতে তৎপর হয়েছিলেন। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হলো। গতকাল পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লিগ (এন) প্রধান নওয়াজের ‘কূটনৈতিক পাসপোর্ট’ পুনর্নবীকরণ করা হয়েছে।

প্রসঙ্গত, পানামা নথি ফাঁসের পর ২০১৭ সালে দুর্নীতি এবং আয়ের সঙ্গে সংগতিবিহীন সম্পত্তির মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন আদালত নওয়াজকে ১০ বছরের জেলের সাজা দিয়েছিল। ২০১৯-এ চিকিৎসার জন্য চার সপ্তাহের জন্য পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর নেতাকে লন্ডন যাওয়ার অনুমতি দিয়েছিল পাক আদালত। কিন্তু লন্ডনে গিয়ে নওয়াজ আর ফেরেননি।

সর্বশেষ খবর