সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩

তুরস্কের প্রধান শহর ইস্তাম্বুলের কেন্দ্রে একটি ব্যস্ত সড়কে বিস্ফোরণে ছয় ব্যক্তি নিহত এবং আরও অন্তত ৫৩ জন আহত হয়েছেন বলে শহরটির গভর্নর জানিয়েছেন। বিবিসি

আলি ইয়ারলিকায়া বলেছেন, শহরের তাকসিম এলাকায় স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা যাচ্ছে, বিখ্যাত ইস্তিকলাল স্ট্রিটে, যেখান থেকে এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেখানে রাস্তায় নিথর দেহ পড়ে আছে। ঘটনাস্থলে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাম্বুলেন্সে করে আহত লোকদের সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত বিবিসি সংবাদদাতা অরলা গেরিন জানান, হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে। বিবিসির ইউরোপবিষয়ক সম্পাদক বলেন, ইস্তাম্বুলে আগেও বোমা হামলা হয়েছে। এর আগে ২০১৬ সালে ইস্তাম্বুলের কেন্দ্রে ব্যাপক বিস্ফোরণ হয়েছিল এবং এতে ১০ জন নিহত হয়। ঘটনায় আহত হন আরও ১৫ জন। ওই বিস্ফোরণটি ঘটেছিল শহরের একদম কেন্দ্রে সুলতানহামেত চত্বরে। এরপর ২০১৭ সালে এক নৈশক্লাবে ১৭ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। তবে তারপর এটাই এ ধরনের প্রথম ঘটনা।

সর্বশেষ খবর