শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জন্ম নিল পৃথিবীর ৮০০ কোটিতম নাগরিক

জন্ম নিল পৃথিবীর ৮০০ কোটিতম নাগরিক

ম্যানিলায় জন্ম নেওয়া শিশু ও তার মা

পৃথিবীকে ছুঁয়ে ফেলল ৮০০ কোটিতম মানুষটি। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জন্ম নেওয়া এক শিশুকে ধরা হচ্ছে পৃথিবীর ৮০০ কোটিতম মানুষ হিসেবে। ১৫ নভেম্বর রাত ঠিক ১২টায় পৃথিবীতে আগমন ঘটেছে ওই শিশুটির। যদিও তা প্রতীকী অর্থেই। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শিশুটি ও তার মায়ের ছবি। ম্যানিলার ড. জোস ফ্যাবেলা মেমোরিয়াল হাসপাতালে জন্ম শিশুটির। দেশটির জনসংখ্যা ও উন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে, ‘ম্যানিলার টন্ডোতে এক কন্যাসন্তানের জন্মের পর পৃথিবী এক নতুন মাইলফলক পেরোল। একেই প্রতীকীভাবে ৮০০ কোটিতম মানুষ ধরা হচ্ছে। ভিনিস নামের এই শিশুটিকে ১৫ নভেম্বর স্বাগত জানিয়েছেন নার্সরা।’ এদিকে রাষ্ট্রসংঘ জানিয়েছে, এ নয়া মাইলফলক ইশারা করছে জনস্বাস্থ্যের প্রভূত উন্নতির দিকে। মৃত্যুহারকে কমিয়ে জীবনের সম্ভাবনা যে ক্রমশই বাড়ছে তাও পরিস্ফুট হচ্ছে।

সর্বশেষ খবর