শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ল

বৈশ্বিক খাদ্য ঘাটতি দূর করতে কৃষ্ণ সাগরের বন্দর হতে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানির চুক্তির মেয়াদ আরও চার মাস বাড়াতে সম্মত হয়েছে রাশিয়া। গতকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই তথ্য জানিয়েছেন। খাদ্যশস্য রপ্তানির এই চুক্তি প্রথম স্বাক্ষর হয় জুলাই মাসে। এই চুক্তির আওতায় একটি সুরক্ষিত সামুদ্রিক করিডর গড়ে তোলা হয়। যে করিডর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে দেশটির খাদ্যশস্য বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। যা বিশ্বের খাদ্য ঘাটতি মোকাবিলায় ভূমিকা রাখে। জাতিসংঘ মহাসচিব বলেছেন, কৃষ্ণ সাগরে শস্য রপ্তানির উদ্যোগ জারি রাখতে সব পক্ষ সম্মত হওয়ার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি।

সর্বশেষ খবর