বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলি, নিহত ৬

আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় মেঘালয়ের সাত জেলায় দুই দিনের জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম জৈন্তিয়া পাহাড়ে এ গোলাগুলি হয়। নিহতদের মধ্যে আসামের এক বন কর্মকর্তা রয়েছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান, তার রাজ্যের পাঁচজনসহ আসাম ফরেস্ট গার্ডের এক সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। মেঘালয় পুলিশ একটি এফআইএর নথিভুক্ত করেছে। মেঘালয় সরকার ঘটনার নিন্দা জানিয়েছে, আসাম পুলিশ ও আসাম ফরেস্ট গার্ডের সদস্যরা মেঘালয়ে প্রবেশ করে উসকানি ছাড়াই গুলি করে। আসাম রাজ্য কর্তৃপক্ষ এ ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানায়নি। এর আগেও এই দুই রাজ্যে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর