শিরোনাম
বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নতুন সেনাপ্রধান পাচ্ছে পাকিস্তান

জেনারেল বাজওয়া তিন বছর মেয়াদ বাড়ানোর পর ২৯ নভেম্বর অবসরে যাচ্ছেন। এর মধ্যেই পাকিস্তানে নতুন সেনাপ্রধান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার নতুন সেনাপ্রধান নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঁচটি নাম সুপারিশ করেছে, যিনি জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হবেন। এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়ে একটি প্রতিবেদন পেয়েছে। প্রতিবেদনে পাঁচজন শীর্ষ জেনারেলের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনির, লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জা, লেফটেন্যান্ট জেনারেল আজহার আব্বাস, লেফটেন্যান্ট জেনারেল নুমান মেহমুদ এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ। দুই এক দিনের মধ্যে নতুন সেনাপ্রধানের নাম জানা যাবে।

সর্বশেষ খবর