সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চিকিৎসায় বৈষম্যের শিকার প্রতিবন্ধীরা

বিশ্বস্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

চিকিৎসায় বৈষম্যের শিকার প্রতিবন্ধীরা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেন্সরি ফাংশন, ডিজঅ্যাবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন টিমের টেকনিক্যাল লিডার ড্যারিল ব্যারেট ২ ডিসেম্বর গণমাধ্যমকে বলেছেন, গোটা বিশ্বে প্রতিবন্ধীরা সমাজের অন্য অংশের তুলনায় ২০ বছর আগে মারা যাচ্ছে। তারা স্বাভাবিক জনগোষ্ঠীর তুলনায় সংখ্যাগতভাবে অনেক কম হলেও মৃত্যুর ঝুঁকি বেশি। কারণ তারা চিকিৎসায় নিদারুণ বৈষম্যের শিকার।

বিশ্বস্বাস্থ্য সংস্থার গবেষণার উদ্ধৃতি দিয়ে ড্যারিল আরও উল্লেখ করেছেন, অক্ষমতার জন্য নতুন বৈশ্বিক প্রাদুর্ভাবের প্রভাবকেও দায়ী করা হচ্ছে। মোট জনসংখ্যার ১৬ ভাগ হচ্ছে প্রতিবন্ধী অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে ১.৩ বিলিয়ন প্রতিবন্ধী। এরমধ্যে ৮০ ভাগের বসবাস স্বল্প ও মধ্যম আয়ের দেশে, যেখানে স্বাস্থ্যসেবা সীমিত। চিকিৎসা-ব্যবস্থার বেষম্য মোকাবিলা করাও বড় ধরনের চ্যালেঞ্জ। ড্যারিলের মতে, সীমিত সংস্থান নিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব, এ বৈষম্য অতিক্রমও করা যেতে পারে রাজনীতিকদের মধ্যে আন্তরিকতা জাগ্রত থাকলে।

সর্বশেষ খবর