সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কচ্ছপ জোনাথনের ১৯০ জন্মদিনে বিশেষ আয়োজন

কচ্ছপ জোনাথনের ১৯০ জন্মদিনে বিশেষ আয়োজন

দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপ হঠাৎ আলোয় জেগে উঠেছে। আলোর ফুলকি আর ফুলের সাজে সেজে উঠেছে দ্বীপ। উপলক্ষ, দ্বীপেরই অন্যতম বাসিন্দা সেশেলস জায়ান্ট টরটয়েজ বা কচ্ছপের ১৯০তম জন্মদিন। নাম জোনাথন। মনে করা হয়, এ জোনাথনই বিশ্বের প্রাচীনতম বাসিন্দা। বিবর্তনবাদের স্রষ্টা চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে¡র বহু আগে জন্ম জোনাথনের। ১৮৩২ সালে। দুনিয়ার দুটি বিশ্বযুদ্ধসহ হাজার ওঠাপড়া পেরিয়ে আজও সে গুটি গুটি এগিয়ে চলছে। জোনাথনের বাসস্থান দ্বীপরাষ্ট্রের গভর্নরের বাসভবন। এ উপলক্ষে সেখানকার দরজা খুলে দেওয়া হয়েছে। মানুষ আসছেন চলমান ইতিহাসের গায়ে হাত বুলিয়ে ঘটনার সাক্ষী হতে। কিন্তু সেন্ট হেলেনার পর্যটন প্রধান ম্যাট জোশুয়ার মতে, জোনাথনের আসল বয়স নাকি ২০০ পেরিয়ে গেছে অনেক দিন আগে। তবে ১৮৩২ কেই তার জন্মবর্ষ হিসেবে ধরা হয়।

সর্বশেষ খবর