সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর বানাচ্ছে সৌদি আরব

বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর বানাচ্ছে সৌদি আরব

সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর বানানোর পরিকল্পনা করছে। দুই দিন আগে দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান দাম্মামে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়েও বড় আরেকটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ‘কিং সালমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ নামে এই বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে রাজধানী রিয়াদে। সেখানে ২০৫০ সাল নাগাদ চলাচল করতে পারবেন সাড়ে ১৮ কোটি বিমানযাত্রী। ২০৩০ সাল নাগাদ বিমানবন্দরটিতে বছরে ১২ কোটি যাত্রী আসা-যাওয়া করতে পারবেন। পরবর্তী দুই দশকে যাত্রী চলাচল আরও ৫০ শতাংশ বাড়ানো হবে। এ ছাড়া বছরে সাড়ে ৩৫ লাখ টন মালামাল পরিবহনের লক্ষ্য রয়েছে। রাজধানী রিয়াদের ২২ বর্গমাইল এলাকার মধ্যে নির্মিত হবে কিং সালমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আন্তর্জাতিক এই বিমানবন্দরে ছয়টি সমান্তরাল রানওয়ে থাকবে। সিএনএন

সর্বশেষ খবর