মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রহটি পৃথিবীর চেয়ে দ্বিগুণ

গ্রহটি পৃথিবীর চেয়ে দ্বিগুণ

সম্প্রতি নতুন একটি এক্সোপ্ল্যানেট পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রহটির নাম এইচডি১১৪০৮২বি। এটি একটি নতুন গ্রহ, যার আকার আমাদের পৃথিবীর প্রায় দ্বিগুণ। জার্নাল অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে প্রকাশিত গবেষণা অনুসারে, গ্রহটি প্রায় ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে কম বয়সী এক্সোপ্ল্যানেটগুলোর মধ্যে একটি। এর বৈশিষ্ট্যগুলো বোঝার মাধ্যমে গ্রহটির গঠন সম্পর্কে জানা যায়। যদিও এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া পুরোপুরি বোঝা যায়নি। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির অ্যাস্ট্রোফিজিসিস্ট ওলগা জাখোজায় বলেন, বর্তমান মডেলগুলোর তুলনায় গ্যাস জায়ান্ট এইচডি১১৪০৮২বির বয়স মাত্র দেড় কোটি বছর, যা একটি তরুণ গ্রহের বয়সের দুই-তিন গুণ বেশি। এর ভর বৃহস্পতির থেকে আট গুণ বেশি। গবেষকরা চার বছর ধরে এর রেডিয়াল বেগের ডেটা সংগ্রহ করেছেন। ট্রানজিট ডেটা এবং রেডিয়াল বেগ ডেটা ব্যবহার করে গবেষকরা দেখেছেন যে, গ্রহটির ব্যাসার্ধ বৃহস্পতির মতো। তবে ভর বৃহস্পতির আট গুণ। এর অর্থ হলো এক্সোপ্ল্যানেটের ঘনত্ব পৃথিবীর তুলনায় প্রায় দ্বিগুণ এবং বৃহস্পতির ঘনত্বের প্রায় ১০ গুণ। বিজ্ঞানীরা বলেছেন, এই তরুণ এক্সোপ্ল্যানেটটির বিশাল পাথুরে গ্রহ হওয়ার সম্ভাবনা নেই। এর জন্য পৃথিবীর ব্যাসার্ধের ৩ গুণ এবং পৃথিবীর ভরের ২৫ গুণ থাকা প্রয়োজন। পাথুরে এক্সোপ্ল্যানেটের ঘনত্বের পরিসর খুবই ছোট।

সর্বশেষ খবর