বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দলীয় পদ থেকেও ইমরানকে সরানোর প্রক্রিয়ায় ইসি!

দলীয় পদ থেকেও ইমরানকে সরানোর প্রক্রিয়ায় ইসি!

প্রধানমন্ত্রীর পদ গেছে। এবার যেতে পারে দলীয় প্রধানের পদও। তেমনই রাস্তা তৈরি করছে পাকিস্তান। মূলত দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তোষাখানা কেলেঙ্কারিতে ইসিপি ইমরানকে অযোগ্য ঘোষণা করার প্রেক্ষাপটে তাকে এ পদে থাকার অযোগ্য মনে করছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইমরান খানের রাজনৈতিক জীবনে ইতি টানতে মরিয়া নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে এ বিষয়ে একটি নোটিস পাঠানো হয়েছে। ১৩ ডিসেম্বর এই মামলার শুনানি হবে। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি প্রচুর মূল্যবান সামগ্রী বিভিন্ন দেশ থেকে উপহার পেয়েছিলেন। সেগুলো তিনি সরকারকে না জানিয়ে ব্যক্তিগত কারণে বিক্রি করে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর উপহারগুলো মূলত দেশের সম্পত্তি।

ইমরান খানকে নিয়ে রীতিমতো বিধ্বস্ত শাসকদল। কারণ তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পরও তিনি অদম্য। সবকিছু নতুন করে শুরু করে পাকিস্তানের নাগরিকদের মন জিতে নিচ্ছেন। তার লংমার্চ রীতিমতো সফল। এ অবস্থায় তাকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দিতে নকশা আঁকা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর