রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
প্রথম ‘যুদ্ধ’ বলে স্বীকার পুতিনের

ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান আমেরিকার

ইউক্রেন সংঘাতকে প্রথমবারের মতো ‘যুদ্ধ’ বলে স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোয় জনসম্মুখে প্রথমবার তিনি ‘যুদ্ধ’ কথাটি বলেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সংঘাতকে ‘যুদ্ধ’ বলে মন্তব্য করায় পুতিনকে বাস্তবতা স্বীকার এবং দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। পুতিন ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর থেকে রাশিয়া এ সংঘাতকে অফিশিয়ালি ‘বিশেষ সামরিক অভিযান’ বলে উল্লেখ করে আসছিল। কিন্তু বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন নিজেই ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করেন। যত দ্রুত সম্ভব এ যুদ্ধের ইতি ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, অবশেষে ৩০০ দিন পর পুতিন এটা যে যুদ্ধ তা স্বীকার করলেন। তিনি বলেন, বাস্তবতা স্বীকারের দ্বিতীয় পদক্ষেপ হিসেবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের ইতি টানতে আমরা পুতিনের প্রতি আহ্বান জানাই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পুতিন যে পরিভাষাই ব্যবহার করুন না কেন, সার্বভৌম প্রতিবেশীর বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ফলে প্রাণহানি, ধ্বংস ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। আলজাজিরা

এই প্রথম ‘যুদ্ধ’ বলে স্বীকার করলেন পুতিন : ইউক্রেন সংঘাতকে প্রথমবারের মতো ‘যুদ্ধ’ বলে স্বীকার করলেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোয় জনসম্মুখে প্রথমবার তিনি যুদ্ধ কথাটি বলেন। ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর মস্কোর পক্ষ থেকে একে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে তুলে ধরা হচ্ছিল। সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এ যুদ্ধের অবসান ঘটানো। এজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ যুদ্ধ পুরোপুরি শেষ হোক, তা আমরা নিশ্চিত করতে চাই, আর তা যত দ্রুত হয়, ততই মঙ্গল।’

পুতিনের সমালোচকরা বলে আসছেন,     গত মার্চের পর থেকে ইউক্রেন সংঘাতকে যুদ্ধ বলা রাশিয়ায় অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ওই সময় পুতিন একটি সেন্সরশিপ আইনে সই করেছিলেন, যাতে ইউক্রেনে হামলা-সম্পর্কিত কোনো ভুয়া তথ্য ছড়ালে ১৫ বছর পর্যন্ত কারাদন্ডের বিধান রাখা হয়। তাই এই প্রথম পুতিনের নিজে থেকে এ সংঘাতকে  যুদ্ধ হিসেবে উল্লেখ করার বিষয়টি কারও দৃষ্টি এড়ায়নি।

সর্বশেষ খবর