বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চীনের কভিড পরিস্থিতি নিয়ে শঙ্কায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা

কভিডের নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭-এর বড় ধাক্কা খাচ্ছে চীন। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, প্রতিদিন প্রায় সাড়ে ৩ কোটি মানুষ কভিডে আক্রান্ত হচ্ছে দেশটিতে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শেষ পর্যন্ত বছরের শেষ সপ্তাহে এসে নতুন আশঙ্কার কথা জানিয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি চীনের বড় বড় শহরে একেবারে শিখরে পৌঁছে যেতে পারে কভিড সংক্রমণ। ডিসেম্বরেই চীনের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ঝেজিয়াং প্রদেশে প্রতিদিন প্রায় ১০ লাখ করে মানুষ কভিডে আক্রান্ত হচ্ছে। চীনের আইফোন শহর বলে পরিচিত জেংঝাউ শহরেও সংক্রমণের হার গত দুই সপ্তাহের তুলনায় সর্বোচ্চ হয়েছে বলে জানা গেছে।

 ইতোমধ্যে চীনের ৮০ শতাংশ অঞ্চলকেই কভিড গ্রাস করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন। এর মধ্যে রবিবারই দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সে দেশে কতজন কভিডে আক্রান্ত হচ্ছেন তা আর জানানো হবে না। অর্থাৎ দৈনিক করোনা আক্রান্তের নথি প্রকাশ করবে না দেশের প্রশাসন। অন্য উপায়ে অর্থাৎ আক্রান্তের সংখ্যা সাপ্তাহিক বা মাসিকে প্রকাশ করা হতে পারে। এর ফলে কয়েক শ কোটি জনসংখ্যার এ দেশে প্রকৃতপক্ষে রোজ কতজন করে করোনা আক্রান্ত হচ্ছেন, সে বিষয়ে সঠিকভাবে তথ্য পাওয়া যাবে না মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর