শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভারতের কাশির দুই সিরাপ নিয়ে সতর্কতা হুর

উজবেকিস্তানে ১৯ শিশুর মৃত্যুর ঘটনায় ভারতে তৈরি কফ সিরাপই দায়ী বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। এর আগে একই কোম্পানির সিরাপ খেয়ে গাম্বিয়ায় মৃত্যু হয় ৬৬ জনের। সংস্থাটি সুপারিশ করেছে নয়ডার কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের তৈরি দুটি কাশির সিরাপ শিশুদের দেওয়া উচিত নয়। সতর্কবার্তায় হু বলেছে, চিকিৎসা পণ্যগুলো ‘নিম্নমানের’ এবং কোম্পানিটি এসব পণ্যের নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে। ম্যারিয়ন বায়োটেকের দুটি সিরাপ হলো অ্যামব্র্রোনল সিরাপ এবং ডক-১ ম্যাক্স সিরাপ। পরীক্ষাগার বিশ্লেষণে দেখা  গেছে যে, উভয় পণ্যেই অগ্রহণযোগ্য পরিমাণে ডাইথাইলিন গাইকোল অথবা ইথিলিন রয়েছে।

সর্বশেষ খবর