বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভারতে কেন্দ্রীয় বাজেট পেশ বাড়ল কর ছাড়ের সীমা

কলকাতা প্রতিনিধি

ভারতে কেন্দ্রীয় বাজেট পেশ বাড়ল কর ছাড়ের সীমা

ভারতের ২০২৩-২৪ অর্থবছরের সাধারণ বাজেট পেশ করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গতকাল দেশটির লোকসভায় এ বাজেট পেশ করেন তিনি। বাজেটে আবাস যোজনা, কৃষক, যুবক ও নারীদের জন্য বিশেষ ঘোষণা, স্কুলের শিক্ষক নিয়োগ, কর ছাড়সহ একাধিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে সবচেয়ে বড় ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য কর ছাড়। আয়করের ঊর্ধ্বসীমা ৫ লাখ রুপি থেকে বাড়িয়ে ৭ লাখ রুপি পর্যন্ত করা হয়েছে, যার অর্থ ৭ লাখ রুপি পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না। গত বাজেটে এ কর ছাড়ের ঊর্ধ্বসীমা ছিল ৫ লাখ রুপি। চলতি বছরেই বিভিন্ন সময়ে ভারতের নয়টি রাজ্যে বিধানসভা নির্বাচন। আগামী বছর ২০২৪ সালে দেশজুড়ে লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে মধ্যবিত্ত মানুষের কাছে পৌঁছতেই এ কর ছাড়ের ঘোষণা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এ বাজেটে ভারতীয় রেলের জন্য একটি বড় ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। ভারতীয় রেলের অবকাঠামো উন্নয়নে ২.৪ লাখ কোটি রুপি বরাদ্দ করেছেন। এ ছাড়া চলতি বছরে রেলে ৭৫ হাজার নতুন নিয়োগের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

সর্বশেষ খবর