মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

নতুন সূর্যের খোঁজ দিল জেমস ওয়েব

নতুন সূর্যের খোঁজ দিল জেমস ওয়েব

পৃথিবী থেকে ২০০ লাখ আলোকবর্ষ দূরে নতুন একটি সূর্যের খোঁজ মিলল। এনজিসি ৫০৬৮ গ্যালাক্সিতে দেখা গেছে এ নতুন সূর্য। আর এ সূর্যের দেখা মিলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে। এনজিসি ৫০৬৮ গ্যালাক্সি মূলত ধুলা ও উজ্জ্বল কিছু তারার সমাহার। এই গ্যালাক্সিটি ২০ মিলিয়ন বা ২০০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত।

তবে শুধু তারার জন্মই নয়, গোটা গ্যালাক্সিও কীভাবে একটু একটু করে তৈরি হয়ে ওঠে, সেটাও আস্তে আস্তে প্রকাশ করছে জেমস ওয়েব। তারা বা ছায়াপথ গড়ে ওঠার এসব তথ্য বিজ্ঞানীদের হাতে এলে মহাকাশ বিজ্ঞানটা আরও ব্যাপক ও তথ্যসমৃদ্ধ একটা বিষয় হয়ে উঠবে। জানা গেছে, জেমস ওয়েব একসঙ্গে অন্তত ১৯টি স্টার-ফর্মিং গ্যালাক্সির ছবি তুলে চলেছে। এর আগে হাবল টেলিস্কোপ যেসব স্টার ক্লাস্টারের ছবি তুলেছে সেসবের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে জেমস ওয়েবের ছবি। হাবল সন্ধান পেয়েছিল ১২ হাজার ‘ডার্ক ড্যান্স মলিকিউলার ক্লাউডের’। সেসব নিয়েও তথ্য সংগ্রহ ও পর্যালোচনা চলছে।

সর্বশেষ খবর