মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইমরানের ঠাঁই হলো কুখ্যাত অ্যাটক কারাগারে

ইমরানের ঠাঁই হলো কুখ্যাত অ্যাটক কারাগারে

তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন দেশটির আদালত। গত শনিবার এই রায়ের পর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে। গ্রেফতারের পর তাকে পাঞ্জাব প্রদেশের কুখ্যাত অ্যাটক কারাগারে বন্দি রাখা হয়েছে। এটি দেশটির অন্যতম প্রধান কড়া নিরাপত্তাবেষ্টিত কারাগার। সেখানে জঙ্গিদেরও রাখা হয়। তবে এখানে তাঁকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে উন্নত সেলে রাখা হয়েছে। কারাগার সূত্র জানিয়েছে, ইমরানকে রাখার জায়গাটি ভিআইপি সেল হলেও সেখানে এসি নেই। তবে একটি ফ্যান, বিছানা, টয়লেট ও স্নানঘর রয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে নিয়ে আসার পর উচ্চ নিরাপত্তার কারাগারটিকে আরও বেশি নিরাপত্তাবেষ্টিত করা হয়েছে। আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে তাঁকে তাঁর সমর্থক কিংবা অন্য কোনো গোষ্ঠী মুক্ত করে নিয়ে যেতে না পারে। সাক্ষাতের অনুমতি পেলেন আইনজীবীরা : অবশেষে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছেন তাঁর আইনজীবীরা। গতকাল এই অনুমতি দেওয়া হয়। ইমরানের আইনজীবী নাঈম পানঝুতা বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। আমরা অ্যাটক জেলে পৌঁছে গেছি।’ নাঈম আরও বলেছেন, ইমরান খানের সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো শেষ করার পর রায়ের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়া হবে। এর আগে ইসলামাবাদে নাঈম সাংবাদিকদের বলেন, ইমরান খানকে কারাগারে অপেক্ষাকৃত ভালো পরিবেশে রাখার জন্য আইনজীবী দলের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।

সর্বশেষ খবর