এবার আফ্রিকার আরেক দেশ গ্যাবনের রাষ্ট্রক্ষমতা দখল করল সামরিক বাহিনী। উৎখাত করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বাকে। মধ্য আফ্রিকার দেশটির একদল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা গতকাল ভোরে জাতীয় টেলিভিশনে এক বার্তায় ক্ষমতা দখলের ওই ঘোষণা দিয়েছেন। গ্যাবনের নির্বাচন কমিশন আলী বঙ্গোকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করার পর এই সামরিক হস্তক্ষেপের খবর এলো। গতকালই…